বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরির নিয়োগ ২০২২
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হল ডব্লিউএইচও তারা বাংলাদেশের জন্য কিছু জনবল নিয়োগ দেওয়ার জন্য নোটিশ প্রকাশ করেছে। ডব্লিউএইচও তিন পদে বাংলাদেশে কর্মী নিয়োগ দেবে। ডব্লিউএইচও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে চাকরির আবেদন করতে পারবেন।
১. পদের নাম: নির্বাহী সহকারী
পদসংখ্যা: অনির্ধারিত করা
যোগ্যতা ও দক্ষতা: অনুমতিমূলক বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা ম্যানেজমেন্ট, পাবলিক প্রশাসন, অর্থনীতি বা এ ধরনের সাবজেক্টে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কার্যনির্বাহক কাজে অন্তত ৫ বছরের দক্ষ থাকতে হবে। ইন্টার্নেশনাল সংস্থায় কাজের দক্ষ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশের জনস্বাস্থ্য সম্পর্কে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ এবং বাংলা ও ইংরেজিতে প্রার্থীকে পারদর্শী হতে হবে।
চাকরির ধরন হবে এক বছরের চুক্তিমূলক।
কর্মস্থল: ঢাকা। মাসিক বেতন হবে ১ লাখ ৩০ হাজার ৬১৭ টাকা। এ ছাড়া ইনস্যুরেন্স ও ডব্লিউএইচও এর নীতিমালা অনুসারে ছুটির সুবিধা রয়েছে।
আগ্রহী প্রার্থীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যারিয়ার–সম্পর্কের ওয়েবসাইটের থেকে আবেদন করতে পারবেন।