Motorola Frontier আসছে Samsung-এর সেন্সরের সাথে



চলতি বছরের দ্বিতীয়ার্ধে মোটোরোলা ফ্রন্টিয়ার নামের একটি নতুন Flagship স্মার্টফোন বাজারে আনতে পারে এমনটাই আনাগুনা শোনা যাচ্ছিলো বহুদিন ধরেই। কেননা, আগেই বেশ কয়েকটি প্রতিবেদনের মাধ্যমে এই ফোনটির বাহ্যিক ডিজাইন ও একাধিক কিছু তথ্য প্রকাশ করা হয়েছিল। আর বর্তমানে, এই আপকামিং মোটেরোলার হ্যান্ডসেটের একটি সরাসরি ইমেজ প্রকাশ হওয়ায়, এর পিছনে ক্যামেরা ডিজাইন এবং সেন্সর সম্পর্কিত ইনফর্মেশন এখন প্রকাশ্যে এসে পড়ছে। প্রকাশ হওয়া প্রতিবেদন অনুসারে, মোটোরোলার ফোনটির পিছনের ক্যামেরা সেটআপে ১টা বড় Cutout দেখা যেতে পারে, যাতে ২০০ মেগাপিক্সেল এর মতো সেন্সর থাকতে পারে।

Motorola Frontier স্মার্টফোনের স্বরুপ লিক কান্ডের নেপথ্যে আছেন বিশিষ্ট টিপস্টার ফেনিবুক। চীনা Microblogging সাইট উইবোতে একটি ইমেজ শেয়ার করে জানান যে, এই হ্যান্ডসেটটি ২০০ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসিইএলএল এইচপিওয়ান সেন্সর সহ আসতে পারে। প্রথমবারের মতো এই সেন্সরটি ২০২১ সালের সেপ্টেম্বরে দিকে ঘোষণা করা হয়েছিল। কোম্পানির মতে, স্যামসাং এর শক্তিশালী এই সেন্সর, ৩০ এফপিএস হিসাবে ৮কে ভিডিও রেকর্ড করতে সক্ষম হবে।

অতীতের বেশ কয়েকটি প্রতিবেদন অনুযায়ী মোটোরোলা ফ্রন্টিয়ার হ্যান্ডসেটটির কিছু ফিচার জানা গিয়েছিল। উক্ত ডিভাইসটি ১৪৪ হার্টজ রিফ্রেশের একটি ছয় দশমিক ছয়সাত ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে সহ আসতে পারে। ভালো পারফরম্যান্স পাওয়ার জন্য মোটোরোলা এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন এসএম৮৪৭৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে মনে হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url