Samsung Freestyle Ultra দিয়ে ঘর কে বানিয়ে ফেলুন সিনেমা হল

 


স্যামসাং বর্তমানে ইন্ডিয়াতে ফ্রিস্টাইল নামের একটি নতুন অধিহার রেঞ্জের প্রজেক্টর ঘোষণা করেছে। ফ্রিস্টাইল ওজনের দিকে অতিশয় হালকা হবে ও বহনযোগ্য এবং ১৮০-ডিগ্রি পর্যন্ত ঘূর্ণায়মান সক্ষম। এই অপটিক্যাল ফ্রিস্টাইল ডিভাইসটি চলতি বছরের প্রথম মাসে আয়োজিত কনজিউমার ইলেকট্রনিক্স শো চলাকালীন সময়ে প্রথমবার আমরা দেখতে পেয়েছিলাম। এরপর দীর্ঘ ২ মাস পর প্রজেক্টরটি ভারতে বাজারে আত্মপ্রকাশ করলো। বলে রাখি, ফ্রিস্টাইল এটি সাধারণ কোনো প্রজেক্টর নয়, ফ্রিস্টাইল প্রয়োজনে একটি স্মার্ট স্পিকার বা অ্যাম্বিয়েন্ট লাইট ডিভাইস হিসাবেও ফ্রিস্টাইল কাজ করতে পারে।


এছাড়া, স্যামসাংয়ের দাবি অনুসারে, ফ্রিস্টাইল প্রথম বহনীয় প্রজেক্টর যা ওটিটি প্ল্যাটফর্মের সমর্থন সহ এসেছে। উল্লেখযোগ্য, দক্ষিণ কোরিয়া উদিত টেক জায়ান্ট, এই নতুন ফ্রিস্টাইল ডিভাইসকে মূলত জেন-জেড এবং মিলেনিয়াল গ্রাহকদের, যারা একটি বহনশীল প্রজেক্টর ইউজ করতে চান তাদের কথা মাথায় রেখেই ফ্রিস্টাইল তৈরি করা হয়েছে। চলুন এবার স্যামসাং ফ্রিস্টাইল প্রজেক্টর-এর দাম সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।

ভারতের বাজারে ৮৪,৯৯০ টাকা স্যামসাং এর এই ফ্রিস্টাইল প্রজেক্টরের রাখা হয়েছে। ফ্রিস্টাইলটি ই-কমার্স সাইট অ্যামাজন আর স্যামসাং ই-স্টোরের মাধ্যমে আপনি কিনতে পারবেন। অফারের কথা যদি বলি এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড যদি ব্যবহার করতে পারেন তাহলে প্রজেক্টরটি কেনার ক্ষেত্রে ৫,০০০ টাকার মতো ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন৷ আর, অ্যামাজনের ই-কমার্স মাধ্যমে এই ফ্রিস্টাইল কই করলে ২,০০০ টাকার ডিসকাউন্ট কুপন আছে যা ইউজ করলে ২০০০ টাকা ডিসকাউন্ট পাবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url