Xiaomi প্রথমবারের মতো ভারতের বাজারে ট্যাবলেট লঞ্চ করার ঘোষণা করল
এইবার ভারতে বাজারে আসছে এমআই প্যাড ৫ মডেলের ট্যাবলেট। গতকাল শাওমি টুইটারে ভারতে প্রথমবারের জন্য ট্যাবলেট লঞ্চ করার কথা এনাউন্স করেছে। যদিও টেক শাওমি কোন মডেলের ট্যাবলেট ভারতীয় দেশে নিয়ে আসবে, সেই ইনফর্মেশন প্রকাশ করেনি শাওমি। তবে যা অনুমান করা যায়তেছে আপকামিং এমআই প্যাড ৫ ট্যাবলেটটি হতে পারে।
সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার পর, আপকামিং ট্যাবলেটের জন্য শাওমি একটি ল্যান্ডিং পেজও তৈরি করেছে। যেখানে দুই দিনের সময় কাউন্ট-ডাউন দেখা গেছে। এই সময় টাইমার তখনই চালু করা হয় শুধুমাত্র যখন শাওমির তরফ থেকে আপকামিং ডিভাইসের ফিচার তালিকার অ্যানাউন্সমেন্ট করা হয়। তাই মনে হচ্ছে আমাদের আপকামিং ট্যাবলেট সম্পর্কিত ইনফর্মেশন খুব তাড়াতাড়ি শাওমি সামনে আনতে চলেছে আমাদের মাঝে।
গত বছর আগস্ট মাসের সময় শাওমি, এমআই প্যাড ৫ ও এমআই প্যাড ৫ প্রো মডেলে দুটি ট্যাবলেট লঞ্চ করেছিল চীন দেশে। সম্ভবত আমরা যা মনে করতেছি ভারতে শাওমির প্রথম ট্যাবলেট হিসেবে এমআই প্যাড ৫ -কে লঞ্চ করা হবে। আর, গ্রাহক- এর মাঝে প্রতিক্রিয়া ভালো হলে, প্রো মডেলটিও হয়তো সামনে আনতে পারে। চীনের বাজারে ১,৯৯৯ ইউয়ান এমআই প্যাড ৫ ট্যাবলেটির দাম বা বাংলাদেশি মূল্যে প্রায় হতে পারে ২৯,০০০ হাজার টাকার মতো।