ওয়ার্লপুল নিও ফ্রেশ গ্লাসডোর



জনপ্রিয় ওয়ার্লপুল রেফ্রিজারেটর নির্মাতা প্রতিষ্ঠান এইবার ভারতীয় মার্কেটে নিও ফ্রেশ গ্লাসডোর ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটরের একটি নতুন রেঞ্জ লঞ্চ করল। এই নতুন ফ্রিজগুলিতে ব্যবহারকারীদের সাধারনত ভাবে আকর্ষিত করবে বলে মনে করা যাচ্ছে। কারণ ফ্রিজ গুলিতে চমকপ্রদার শীতল প্রযুক্তির পাশাপাশি ক্রিস্টাল ব্ল্যাক, ক্রিস্টাল আয়না, পিক্সেল, গ্যালাক্সি ফিনিশিং ইত্যাদি আরও একাধিক রঙ এবং চোখ ধাঁধানো ডিজাইন দিয়ে সাজানো হয়েছে। আবার ওয়ার্লপুল ফ্রিজ গুলি ২৬৫ লিটার এবং ২৯২ লিটার ধারণক্ষমতা হবে।

এছাড়া আপনারা এগুলির ২ স্টার বা ৩ স্টার অপশনে বেছে নিতে পারবেন। যদিও এই নিও ফ্রেশ রেফ্রিজারেটর তুলনা মূলক ভাবে প্রিমিয়াম প্রাইস রেঞ্জে পাওয়া যাইবে। নতুন নিও ফ্রেশ গ্লাসডোর ফ্রস্ট-ফ্রি রেফ্রিজারেটরগুলি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এবং দেশের সব ইলেকট্রিক শোরুম খুচরা দোকান থেকে ক্রয় করে করা যাবে।

ওয়ার্লপুল সংস্থা জানিয়েছে, তাদের নিও ফ্রেশ গ্লাসডোর রেফ্রিজারেটর গুলি ইলেকট্রিক খরচ বাঁচাতে ইনভার্টার প্রযুক্তি নিয়ে এসেছে। তবে ফ্রিজ গুলো ১২ দিনের সতেজতা দিতে পারবে৷ এগুলিতে ষষ্ঠ সেন্স ডিপ ফ্রিজ এবং এতে মাইক্রোব্লক টেকনোলজি দেওয়া হয়েছে। ফলে ফ্রিজারের দরজা আপনি খুলার পরেও ঠান্ডা বাতাস তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসতে পারবেনা না এবং এগুলিতে যে  ফল বা সবজি রাখবেন তাতে ৯৯% পর্যন্ত ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করা পারবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url