ওয়ার্লপুল নিও ফ্রেশ গ্লাসডোর
এছাড়া আপনারা এগুলির ২ স্টার বা ৩ স্টার অপশনে বেছে নিতে পারবেন। যদিও এই নিও ফ্রেশ রেফ্রিজারেটর তুলনা মূলক ভাবে প্রিমিয়াম প্রাইস রেঞ্জে পাওয়া যাইবে। নতুন নিও ফ্রেশ গ্লাসডোর ফ্রস্ট-ফ্রি রেফ্রিজারেটরগুলি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এবং দেশের সব ইলেকট্রিক শোরুম খুচরা দোকান থেকে ক্রয় করে করা যাবে।
ওয়ার্লপুল সংস্থা জানিয়েছে, তাদের নিও ফ্রেশ গ্লাসডোর রেফ্রিজারেটর গুলি ইলেকট্রিক খরচ বাঁচাতে ইনভার্টার প্রযুক্তি নিয়ে এসেছে। তবে ফ্রিজ গুলো ১২ দিনের সতেজতা দিতে পারবে৷ এগুলিতে ষষ্ঠ সেন্স ডিপ ফ্রিজ এবং এতে মাইক্রোব্লক টেকনোলজি দেওয়া হয়েছে। ফলে ফ্রিজারের দরজা আপনি খুলার পরেও ঠান্ডা বাতাস তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসতে পারবেনা না এবং এগুলিতে যে ফল বা সবজি রাখবেন তাতে ৯৯% পর্যন্ত ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করা পারবে।