৮০৮ জনকে কমিউনিটি ক্লিনিকে নিয়োগ দেওয়া হবে
ক্লিনিকগুলোয় সারাদেশে ৫টি পদে ৮০৮ জনকে কমিউনিটি ক্লিনিক এ নিয়োগ দেওয়া হবে। সিসিএইচএসটি অধীনে বাস্তবায়নাধীন কমিউনিটি ভিত্তিক হেলথ কেয়ার সিবিএইচসি অপারেশনাল পরিকল্পনার সময়কাল পর্যন্ত ৮০৮ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা চাইলে কমিউনিটি ক্লিনিকে চাকরি অনলাইনে আবেদন করতে হবে।
অফিস সহকারী ডেটা এন্ট্রি কাজের জন্য অপারেটর পদে ২ জন নিয়োগ পাবেন। এই পদের বেতন গ্রেড ১৪ অনুযায়ী বেতন পাবেন। কমপক্ষে ডেটা এন্ট্রি কাজের দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকলে এবং স্নাতক পাস থাকলে আবেদন করা যাবে।
কমিউনিটি হেলথ কেয়ার প্রদানকারী পদে ৭৯৭ জন নেওয়া হবে। তবে পদের সংখ্যা এখানে কম বা বেশি হতে পারে। ইন্টার পাস হলেই আবেদন করতে পারেন। বেতন গ্রেড ১৪।
একজন স্টোরকিপার পদে নেওয়া হবে। আবেদনের লেখাপড়ার যোগ্যতা ইন্টার পাস। এ ছাড়া ড্রাইভার পদে নেওয়া হবে ৫ জন ও অফিস সহায়ক পদে ৩ জন। এ দুই পদের জন্য যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।
http://cbhc.teletalk.com.bd এই সাইটের মাধ্যমে পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আগামী ৯ মে পর্যন্ত আবেদন করা যাবে।