তাসকিনকে সুস্থ করার জন্য উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে
কাঁধের ইঞ্জুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফিরে এসেছিলেন স্পিড স্টার তাসকিন আহমেদ। এখনও পুরোপুরি এই স্পিডস্টার ঠিকমতো চোট কাটিয়ে উঠতে পারেননি। বাংলাদেশ জাতীয় দলের তাসকিন গুরুত্বপূর্ণ বোলার হওয়ায় সুস্থ করে তুলার জন্য দেশের বাইরে পাঠানো হতে পারে বলে পুফফিন ওয়ার্কারকে জানিয়েছেন চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
ডারবানে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের সময় বোলিংয়ের সময় ডান কাঁধে ব্যথা তাসকিন। চোট নিয়েই দ্বিতীয় ইনিংসে তাসকিন বোলিং করেন। এই সময় তাসকিন ফিজিওথেরাপি সহায়ক হয়ে টেপিং এবং ব্যথানাশক ওষুধ খেয়ে খেলা চালিয়ে যান। তবে শেষ পর্যন্ত লম্বা সময়ের জন্য ইনজুরির কারণে মাঠের বাইরেই যেতে হয় তাসকিনকে।
এদিকে ৮ মে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। তবে নিজেদের মাঠে শ্রীলঙ্কাদের বিপক্ষে তাসকিনের খেলা এখন নিশ্চিত নয়। ক্রিকেট বোর্ডের অধীনে রিহ্যাব শেষ করে তাসকিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। এই বিষয় বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী আমাদের কে বলেন ৩ সপ্তাহ তাসকিনকে রেস্ট দেওয়া হয়েছে ২ সপ্তাহ তো হয়ে গেলো রিহ্যাব করাবো।