দ্রুতগতির ইন্টারনেট সেবা ২০২২
বেশি গতির ইন্টারনেট সার্ভিসের প্রয়োজন মেটাতে ভারতীয় আইএসপিগুলির ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কাছে বেশ কিছু চমক ব্রডব্যান্ড প্ল্যান আছে। আমরা ধারণা করি এইক্ষেত্রে একশ ৫০ মেগাবাইট প্রতি সেকেন্ড এমবিপিএস প্ল্যানগুলি বিভিন্ন ধরনের ব্যবহারকারীদের জন্য লাভজনক হতে পারে। তাই আলোচ্য এই প্রতিবেদনে জিও এবং বিএসএনএল ব্রডব্যান্ডের এমন কিছু অফার নিয়ে হাজির হয়েছি, যাহারা উচ্চগতির ডেটা কানেক্টিভিটি ছাড়া আরো কিছু একাধিক সুযোগ-সুবিধা প্রদান করবে।
আগাম পরিষেবার ক্ষেত্রে যে ব্যবহারকারীরা জিও নেটওয়ার্কের উপরে আস্থা রাখতে পছন্দ করেন, তারা স্বাচ্ছন্দ ভাবে জিও ফাইবার -এর জনপ্রিয় ১৫০ এমবিপিএস প্ল্যানটি রিচার্জ করতে পারেন, যার বাজারমূল্য হচ্ছে ৯৯৯ টাকা। পুরো ৩০ দিনের মেয়াদের সাথে আগত এই প্ল্যান ৩,৩০০ জিবি পর্যন্ত বেশি গতির এমবি খরচের স্বাধীনতা পাবেন। জিও গ্রাহকেরা ১৫০ এমবিপিএসের স্পিড ডাউনলোড ও আপলোড করার গতি পাবেন।
হাই গতিতে ইন্টারনেট ব্যবহার করার জন্য আগ্রহীরা বিএসএনএলের সুপারস্টার প্রিমিয়াম প্লাস পেকেজ নামক মাসিক প্ল্যানটি চয়েস করে বেছে নিতে পারেন, যার মূল্য হচ্ছে ৯৯৯ টাকা। এই অফারে ১৫০ এমবিপিএস গতিতে ২,০০০ জিবি পর্যন্ত ইন্টারনেট ডেটা খরচের সুযোগ পাবেন।