স্মার্টফোন বাংলা রিভিউ

ভিভো আগামী ১১/০৪/২২ তারিখে তাদের নিজস্ব মার্কেট, অর্থাৎ চীন ভিভো এক্স ফ্লোড ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই ভিভো এক্স ফ্লোড ফোনের স্পেসিফিকেশন ও ডিজাইন সামনে এসেছে। তবে লঞ্চের কয়েকদিন আগেই বিখ্যাত টিপস্টার আমাদের ঈশান আগারওয়াল ভাই স্মার্টফোনটির বিষয়ে হাই রেজোলিউশন রেন্ডার নিয়ে কথা বলছেন। দেখা গেছে, ফোনটি কালো/গ্রে এবং লীল কালারে পাওয়া যাবে।




Vivo X Fold ফোনের নতুন এই সম্পাদন অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি ফোল্ড সিরিজের মতো ভিভো এক্স ফ্লোড ডিজাইন হবে। আবার পিছনের ক্যামেরা সেটআপের সিস্টেম দেখা গেছে গোলাকার। Vivo X Fold-এই ফোনের সাথে ৬৬ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট বেতারযন্ত্র দ্রুত চার্জিং সাপোর্ট সহ একটি ৪,৬০০ এম্পিয়ার ব্যাটারি দেওয়া হবে।

এর কিছুদিন আগে সামনে আসছিল যে, Vivo এক্স ফোল্ড ফোনটি প্রকাশ করলে দেখা যাবে ১২০ Hertz refresh রেট সহ ৮ ইঞ্চির ২কে ইলটিপিও তিন দশমিক শূন্য অ্যামোলেড ডিসপ্লে। আবার ফোনটির কভার স্ক্রিনের সাইজ হবে ছয় দশমিক পাচঁ-তিন ইঞ্চি। এই কভার স্ক্রিন আমাদের সম্পূর্ণ ইডি প্লাস রেজোলিউশন, বিশ: নয়টি উপস্থিতি অনুপাত এবং একশ বিশ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url