বিটকয়েন কি বা ক্রিপ্টোকারেন্সি কি | What is Bitcoin or Cryptocurrency



ক্রিপ্টোগ্রাফিক কয়েন হলো ভার্চুয়াল মুদ্রা বিট কয়েন বর্তমানে ব্যবহার ক্রমাগত বাড়ছে দেশে দেশে। চীন, রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি, যুক্তরাষ্ট্র ও ভারতের মতো বিশ্বের বেশ কিছু বড় বড় দেশে বিকেন্দ্রীকরণ পদ্ধতির এই ডিজিটাল মুদ্রাব্যবস্থার প্রচলন শুরু রয়েছে।

অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করে বিট কয়েনের মতো আরও রয়েছে যেমন রিপল, লাইট কয়েন, ডগ কয়েন, পিয়ার কয়েন, ড্রাক কয়েন, নেম কয়েন- এমন অনেক ভার্চুয়াল কয়েন দিয়ে ক্রয় করা যাচ্ছে প্রয়োজনীয় নিজের পণ্য গুলো। অনলাইন থেকে পণ্য ক্রয়ের জন্য এই মুদ্রার কার্যক্রম শুরু হয়েছে অলরেডি বাংলাদেশেও।

জানুয়ারি মাসে ২০০৯ সালে অনলাইন বিশ্বের মধ্যে বিটকয়েনের প্রকাশ ঘটে। সাতোশি নাকামোতো নামের জনৈক সফটওয়্যার ডেভেলপার ২০০৮ সালের দিলে এই বিটকয়েন উদ্ভাবন করেন। বিটকয়েন বিশ্বের প্রথম ভার্চুয়াল কারেন্সি। 

ইলেকট্রনিক উপায়ে মাধ্যমে সৃষ্টি এটার লেলদেম মাধ্যমটি হলো পিয়ার টু পিয়ারের মাধ্যমে লেনদেন হয়। বর্তমানে বিটকয়েনের প্রতিনিধিত্ব আছে বড় বড় কিছু দেশে যেমন মেক্সিকো, অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ডস, জার্মানি ও ডেনমার্ক এরকম কিছু দেশে।

তবে এখনও বিটকয়েন বৈধ বা আনুষ্ঠানিক ভাবে মুদ্রা হিসেবে স্বীকারোক্তি পায়নি। কেবল শুধু নিরাপত্তা ও বিকেন্দ্রীকরণ সুবিধার কারণে জনপ্রিয়তায় বিচারে বিটকয়েনের বিস্তৃতি লাভ রয়েছে।

বিট কয়েন আসলে কোনো ধরনের কয়েন নয়। এটি একটি ভার্চুয়াল মুদ্রা সমতুল্য , যা কম্পিউটার আর মোবাইল ফোনের মাধ্যমে আদানপ্রদান করা হয়। বিট কয়েনের সাংকেতিক প্রতীক হচ্ছে বিটিসি, এবং এর ক্ষুদ্র একক নাম হল সাতোশি। ১ বিট কয়েন সমান ১০০০ মিলি বিটয়েন এবং সাতোশি ১ বিটকয়েন সমান ১ কোটি সাতোশি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url