রিয়েলমি নাইন প্রো প্লাস সদ্য লঞ্চ হলো এই ফোনটি


রিয়েলমি নাইন প্রো প্লাস সদ্য লঞ্চ হলো এই ফোনটি এবং গত কয়েকদিন ধরে এটা আমার দ্বিতীয় মোবাইল হিসেবে আমি ব্যবহার করেছি। ব্যবহার করার পর যে বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে এখন যে বিষয়গুলো আমার কাছে ভালো লাগেনি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরব। 

আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি বর্তমানে কিন্তু স্মার্টফোনের দামে একটা বড় পরিবর্তন হচ্ছে, কারণ গভমেন্ট থেকে ৫ শতাংশ ভ্যাট যোগ করা হয়েছে। সেইসাথে ডলারের দামে পরিবর্তন এসেছে সবকিছু মিলিয়ে প্রায় সবগুলো মোবাইল ব্র্যান্ড গুলো তাদের ফোনের মডেলও দাম কিছুটা বাড়িয়ে দিয়েছে। 

রিয়েলমিএই এই ফোনটা বাংলাদেশের লঞ্চ হয়েছে ৩৯ হাজার ৯৯০ টাকা ফোনটি ৮ জিবি  ১২৮ জিবি ভেরিয়েন্ট চলছে। এই ফোনটি নিয়ে দারাজে ফ্ল্যাশ সেল চলছে। যেখানে আপনি ৩৬,৭৯০ টাকায় কিনতে পারবেন।

প্রথমে আমি এই ফোনের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বলি এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ফোনের পিছনের দিকে একটি গ্লাস রয়েছে। এই জিনিসটা অনেকেই পছন্দ করে আমার কাছে অনেক ভালো লাগছে। এই ফোনটি দুইটা কালারে পাওয়া যাবে। একটা হচ্ছে নাীল আর একটা সবুজ কালারে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url